সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ছাতকে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন 

ছাতকে গুপ্ত ঘাতকদের ছুরিকাঘাতে খুন হয়েছেন আব্দুল হান্নান (৮০) নামের এক ব্যক্তি। এলাকায় কবিরাজ নামেই পরিচিত সৈয়দ আব্দুল হান্নান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের পুত্র। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজ বোনের বাড়িতে খুন হয়েছেন হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান। তিনি অবিবাহিত একই গ্রামের বোনের বাড়িতে একাই বসবাস করতেন বলে জানা গেছে। বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন। এ সুবাদে ওই বাড়ির কেয়ারটেকারের দায়িত্বেও ছিলেন তিনি। 

ভোরে বোনের বাড়ির বারান্দায় ঘাতকদের ছুরিকাঘাতে খুন হন তিনি। স্বজনরা ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ছাতক থানার ওসি মো. গোলাম কিবরিয়া হাসান জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

টিএইচ