সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ছাতকে দূর্বৃত্তের হামলায় আহত ব্যক্তির মৃত্যু!

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকে দূর্বৃত্তের হামলায় আহত ব্যক্তির মৃত্যু!

সুনামগঞ্জের ছাতকে নুর উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। 

জানা যায়, গত সোমবার রাতে স্থানীয় পুরান মৈশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নূরউদ্দিনকে দেখে এলাকার লোকজন। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছার পর রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় একাধিক লোকজন জানান, দুর্বৃত্তরা তার শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে গেছে। তারা আরও বলেন, ২০১৮ সালের ২২ জুন দিবাগত রাতে পুরান মৈশাপুর গ্রামের ফারুক নামের এক ব্যক্তিকে হত্যা করে ওই এলাকার পাতলাছুড়া বিলের পানিতে মরদেহ গুম করে রাখে। 

একদিন পর মরদেহ ভেসে উঠলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করলে বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি পুলিশ।

টিএইচ