মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
The Daily Post

ছাতকে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি 

ছাতকে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা 

ছাতকে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে উপজেলা যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে  ছাতক থানায় এই মামলা করেন।

মামলায় উপজেলা যুবলীগ নেতা আব্দুল কুদ্দুছ শিবলু, ছাতক পৌর প্যানেল মেয়র তাপস চৌধুরী, স্থানীয় এমপির ভাতিজা তানভীর রহমানকে আসামি করা হয়েছে। এদিকে, লায়েক হত্যার প্রতিবাদে গত শুক্রবার ছাতক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

মামলার অন্য আসামিরা হলেন, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, সাবেক জামাত নেতা আলাউদ্দিন, আবুল খয়ের টুটুল, তাজ উদ্দিন, মিজান মিয়া, আব্দুল মতিন, শামসুল ইসলাম, মিলন মিয়া, এরশাদ আলী, সায়মন, মহসিন ও সৌরভ। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, লায়েক হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নম্বর ২৫)। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার রাতে ছাতক থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে চায়ের দোকানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া। 

টিএইচ