বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ছাতকে সুরমার চর থেকে মাটি বিক্রির অভিযোগে মামলা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি 

ছাতকে সুরমার চর থেকে মাটি বিক্রির অভিযোগে মামলা

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর তীরের মাটি কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগে ট্রাক চালকসহ দুই ব্যক্তি গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। 

গত শুক্রবার সুরমা নদীর ছাতক লাফার্জ ফেরিঘাটের দক্ষিণ বাগবাড়ি এলাকায় মাটি কেটে ট্রাকযোগে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদ পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে একদল সেনা সদস্যরা ঘটনাস্থলে যান। জিজ্ঞাসাবাদে তারা বৈধ কোন প্রমাণ দেখাতে পারে নি। বিষয়টি অবহিত করা হলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের। 

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ বালু মাটি উত্তোলনের অপরাধে গ্রেপ্তার করা হয় ছাতক পৌরসভার বাশখালা গ্রামের জুবেদ আলীর ছেলে আতাউর রহমান ও উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে ট্রাক চালক মখলিছ মিয়াকে। ট্রাকে ভর্তি মাটি পুনরায় কর্তন স্থানে ফেলার পর ট্রাকটিও জব্দ করে যৌথবাহিনী।

টিএইচ