বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না : শিবির সভাপতি

দিনাজপুর প্রতিনিধি

ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, জালিম শাসক ১৬ বছর আমাদের ইসলাম পালন করতে দেয়নি। আমরা চাই ইসলামী তাহজীব-তামাদ্দুনের চর্চা। মহান আল্লাহ পাকের সন্তুষ্টই আমাদের প্রধান কাজ। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না।

তিনি বলেন- ইসলামী ছাত্রশিবির আগামী দিনের জাতির নেতৃত্ব দিবে। সেজন্যে সৎ দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে জাতির নেতৃত্ব দেবার উপযোগী হিসেবে তৈরি করে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনাজপুর শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে দিনাজপুর অঞ্চল ছাত্রশিবির আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মুশফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, দিনাজপুর জেলা উত্তর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওহিদুল ইসলাম আকিক, জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম, সাবেক শহর সভাপতি সোহেল রানা, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ। পরে একই স্থানে সাথী সমাবেশ ও সদস্য সমাবেশ পৃথকভাবে অনুষ্ঠিত হয়।

টিএইচ