বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

ছাত্র আন্দোলনে শহীদ পলাশের পরিবারের পাশে জামায়াত ইসলামী 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ছাত্র আন্দোলনে শহীদ পলাশের পরিবারের পাশে জামায়াত ইসলামী 

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ফিরোজ তালুকদার পলাশের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (২৭ আগস্ট) ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে জামায়াত ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৮ বছর পর টাঙ্গাইলের ভূঞাপুরে সমাবেশ করলেন জামায়াত ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা।

আলোচনা সভায় জামায়াত ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ উজ্জতউল্লাহ। 

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশের মসজিদ মিশনের টাঙ্গাইল জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ ফিরোজ তালুকদার পলাশের পরিবারেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়। 

টিএইচ