বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের নবজাতক শিশুপুত্রকে দেখতে গেলেন দেবিদ্বার ইউএনও

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের নবজাতক শিশুপুত্রকে দেখতে গেলেন দেবিদ্বার ইউএনও

দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে মিষ্টি নিয়ে গেলেন ইউএনও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে শহীদ রুবেলের ৪ মাসের পুত্র সন্তান মো. আব্দুল্লাহ্ আল রায়ানকে দেখতে যান ইউএনও নিগার সুলতানা। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার (ডিগ্রি) অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, রুবেলের চাচা মো. আবু তাহের, রুবেলের মা’ হাসনেয়ারা বেগম, স্ত্রী হেপি আকক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জুলাই- আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ছাত্রলীগের সশস্ত্র অস্ত্রধারীদের গুলিতে দেবিদ্বার মাটিয়া মসজিদের পাশে (পিঠে গুলিবিদ্ধ হয়ে) মারা যান। 

শহীদ আব্দুর রাজ্জাক রুবেল দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের তরবআলী ড্রাইভারের বাড়ির মৃত: রফিকুল ইসলামের পুত্র। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা শিশু পুত্রকে কোলে নিয়ে বলেন, এ শিশু তার বাবার স্নেহ-আদর-ভালোবাসা এমনকি বাবা ডাক থেকেও বঞ্চিত হলো। রুবেলের স্ত্রী হলেন বিধবা। এ হূদয় বিদারক ঘটনার সান্ত্বনা দেয়ার ভাষা আমার নেই।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ব্যক্তিগত ভাবে শিশুটির জন্য শিশুর মা’ হেপি আক্তারের হাতে বস্ত্র এবং ১০ হাজার টাকা তুলে দেন।