বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি গবেষণায় মনোযোগ দিতে হবে’

নেত্রকোণা প্রতিনিধি

‘ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি গবেষণায় মনোযোগ দিতে হবে’

অর্থনীতিবিদ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বিগত সরকারের অতিদলীয় করণের কারণে বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসীদের দখলে চলে গিয়েছিল। তাদের নানা অপকর্মের কারণে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছিল। 

ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় ও হলগুলো সন্ত্রাসমুক্ত হয়েছে। শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে এসেছে। একজন ছাত্রের পিছনে সরকারের যে টাকা খরচ হয়, তা জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদের ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি গবেষণায় অধিক মনোযোগ দিতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয়) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের সভাপতিত্বে শিক্ষার্থী রিফাত রেজোয়ান জয় ও ঋকতি বড়ুয়া রিমের সঞ্চালনায় প্রবেশিকা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক মো. নুরুল হক, পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমেদ। 

স্বাগত বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন অর রশিদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনিছা পারভীন, ইংরেজি বিভাগের অধ্যাপক হাফসা আক্তার, কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল সিয়াম, শিক্ষার্থী রাজীব মিয়া, ঈষিতা মৌমিত, মাহিদ খান জীবন প্রমুখ। 

টিএইচ