বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা  

নরসিংদী প্রতিনিধি

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা  

জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমানসহ জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতের স্বজন ও  শিক্ষার্থীরা।  

স্মরণসভায়,  জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরণের সহযোগিতা করার আশ্বাসসহ  আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

টিএইচ