শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমজমাট বাণিজ্য মেলা

রফিকুল ইসলাম, পূর্বাচল

ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমজমাট বাণিজ্য মেলা

শেষ মুহূর্তের ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে বেচাকেনায় জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

মেলায় আগত দর্শনার্থীরা নিজেদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় গৃহস্থালি, আসবাবপত্র, প্রসাধনী, শীতের কাপড়, শাড়ি, খাবার, হস্তশিল্প, জুয়েলারি সামগ্রীসহ প্রায় সব স্টলই ছিল লোকে লোকারণ্য।

শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, সরকারি ছুটির দিন হওয়ায় মেলায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।

সর্বসাধারণদের টানতে বিভিন্ন স্টল শেষ সময়ে রাজকীয় অফার নামে ছাড় দিচ্ছেন বিক্রেতারা।

বিকালে কেনাকাটায় আর ক্রেতা-দর্শনার্থীর সমাগমে মুখরিত ছিল পুরো মেলা প্রাঙ্গণ। প্রতিটি স্টল-প্যাভিলিয়নে উৎসুক ক্রেতা সাধারণদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। মেলার শেষ সময় তাই ক্রেতাদের মধ্যে দেখা যায় পছন্দের পণ্য কেনার আগ্রহ। একই সাথে যথা সম্ভব ছাড়ে পণ্য বিক্রি করে বিক্রেতাদের ঘরে ফেরার চিন্তা।

এবারের মেলায় তরুণদের আগ্রহ ছিল ব্লেজারের উপর। আর তাই ব্লেজারের স্টলগুলোতে হুমড়ি খেয়ে পরেছে তরুণ-তরুণীরা।

ব্যবসায়ীরা বলেন, আজকে অন্য দিনের তুলনায় ব্লেজার বেশি বিক্রি হচ্ছে। আঠারো’শ টাকার ব্লেজার মাত্র বার’শ টাকায় বিক্রি করছি। ফলে ব্লেজারের প্রতি ইয়াংদের আগ্রহ বেড়েছে। অনেকে একাধিক কিনেছে। তবে আমাদের বিনিয়োগের তুলনায় বিক্রি অনেকটা কম।

ব্লেজার কিনতে আসা গাজীপুরের পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান গণি বলেন, স্বল্পমূল্যে ব্লেজার বিক্রি হচ্ছে শুনে মেলায় আসলাম। ব্লেজার তো সব সময় আমার পছন্দের। এছাড়া যেকোনো অনুষ্ঠানে ব্লেজার পরলে নিজের কাছে স্বস্তি লাগে। মূলত, সেই জন্য কিনে রাখা।

এছাড়া গৃহস্থালির পণ্য জমজমাট বেচাকেনা চলছে। এসব পণ্যে নারীদের আগ্রহের বেশি দেখা গেছে।

ব্যবসায়ীরা বলেন, হাড়ি পাতিল এবং গৃহস্থালি পণ্যে নারীদের আগ্রহ অনেক বেশি। তবে বেশি বিক্রি হচ্ছে ফ্রাইংপেন, কড়াই, হট ক্যারিয়ার, ছাকুনি, স্টিল কেটলি, স্ক্রিম, টিফিন কেরিয়ার, সসপেন। এসব পণ্যে বাজার দর থেকে কিছুটা ছাড়ে বিক্রি করছি।

গৃহস্থালি পণ্য কিনতে আসা ফাসিহা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য একসাথে পাওয়া যায় বিধায় এই মেলায় আসার আগ্রহ অনুভব করি। এছাড়া বছরজুড়ে ব্যবহারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। ভিড়ের মধ্যে কিনতে ভালো লাগছে, দামও সহনীয়।

এছাড়া এবারের মেলায় সকল শ্রেণির ক্রেতাদের আকর্ষণের ছিল হ্যান্ড জুসার। ১২টি আইটেম এক সাথে বিক্রি হচ্ছে এক হাজার থেকে পনেরো’শ টাকায়।

টিএইচ