সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বাণিজ্য মেলা

রফিকুল ইসলাম, পূর্বাচল থেকে

ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনে বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। মেলায় পণ্য বিক্রিতে মূল্যছাড়কে প্রাধান্য দিচ্ছেন বিক্রেতারা। মেলায় এসে সময় নিয়ে দেখেশুনে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে অন্যান্যবারের তুলনায় এবার সাড়া কম বলে জানান অনেকে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেরি করে শুরু হলেও মাসব্যাপী বাণিজ্য মেলার সময় পেরিয়ে ২০তম দিন অতিবাহিত হচ্ছে আজ। আর মাত্র হাতেগোনা কদিন থাকায় মেলায় উপস্থিতি বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের।

শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বেশ জমজমাট পরিবেশ লক্ষ করা গেছে মেলায়।

সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে মেলায়। বরাবরের মতোই গৃহস্থালি পণ্য, হোমটেক্স ও অন্যান্য পোশাক, কসমেটিকস, খাবারসহ বিভিন্ন স্টলে দেখা মিলছে ক্রেতা উপস্থিতি। সময় কম তাই কেনাকাটাতেই বেশি মনোযোগ দিচ্ছেন তারা।

হাতে আছে আর মাত্র কয়েকদিন। তাই লাভের অঙ্ক কমিয়ে এখন পণ্য বিক্রিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিক্রেতারা। রয়েছে মূল্যছাড়। কারও ব্যবসা আশাবাদী হলেও এবার বিক্রি কম বলে মনে করছেন অনেকে।

ব্যবসায়ীরা বলেন, অন্যান্য বারের তুলনায় এবার বেচা-বিক্রি তেমন নেই। তাই বিক্রি বাড়াতে বিভিন্ন পণ্যে ছাড় দেয়া হচ্ছে। এদিকে আগামী কয়েকদিনে বেচাকেনা বেশি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হওয়া ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

টিএইচ