শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

জগন্নাথপুরে আমন সংগ্রহ নিয়ে সভা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জগন্নাথপুরে আমন সংগ্রহ নিয়ে সভা

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে আমন ধান ও বৈধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও নবাগত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। 

এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক রুহুল আমিন চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা রফিক উদ্দিন, উপজেলা সদর খাদ্যগুদাম কর্মকর্তা দ্বীপক সূত্রধর, রানীগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা নিপম সুমের, জগন্নাথপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, কৃষকদের মধ্যে বশির আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। 

সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন জানান, এবার জগন্নাথপুর উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ২৯৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৩০ টাকা অনুপাতে ১২০০ টাকা মণ দরে  ধান ক্রয় করা হবে। 

সে সঙ্গে ৪৩ টাকা কেজি দরে বৈধ মিলারদের কাছ থেকে ২৬৯৬ টন আতপ চাল ও ৪৪ টাকা কেজি দরে ৬৪ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। গত ২৩ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অচিরেই আনুষ্ঠানিকভাবে আমন সংগ্রহ উদ্বোধন হবে। 

টিএইচ