শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

জনগণের দাবি মেনে নিন : জাপা মহাসচিব 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জনগণের দাবি মেনে নিন : জাপা মহাসচিব 

জাতীয় পার্টির মহাসচিব অ্যাড. মুজিবুল হক চুন্নু  বলেছেন জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে  নির্বাচনকালীন সময়ে দুটি জোটের যেকোন একটি জোটে যেতে পারে, যে জোটে গেলে মানুষের কল্যাণ হবে সে জোটে যেতে পারে এমন ইংগিত দেন। 

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের দাবি মেনে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার জোরালো দাবি জানান।  

মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির  ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সোমবার (২৪ জুলাই) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান, সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিক বিয়ষক উপদেষ্টা সেলিম উদ্দিন, প্রেসিডিয়ামের সদস্য এ টি ইউ তাজ রহমানসহ কেন্দ্রীয় ও জেলা ও উপজেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন। পরে সম্মেলনে কাজ শুরু হয়।

টিএইচ