বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
১৭টি পদের বিপরীতে ১২জন কর্মরত

জনবল সংকটে কুষ্টিয়ার যক্ষ্মা ক্লিনিক 

কুষ্টিয়া প্রতিনিধি

জনবল সংকটে কুষ্টিয়ার যক্ষ্মা ক্লিনিক 

কুষ্টিয়া জেলার একমাত্র বক্ষ্মব্যাধী ক্লিনিকটি জনবল সংকটে নিজেই বক্ষ্মব্যাধী রোগে আক্রান্ত হয়ে পড়েছে। দুজন চিকিৎসকের বিপরীতে বছরের পর বছর দায়িত্ব পালন করছেন একজন চিকিৎসক। এক্স-রে করার জন্য একটি এনালগ মেশিন থাকলেও রেডিওগ্রাফার পদে লোক না থাকায় বন্ধ সেটি। ১৭টি পদের বিপরীতে লোকবল আছে ১২ জন। 

একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি স্থাপন করার পর থেকেই বিকল। যক্ষা রোগ শনাক্তের জন্য অপরিহার্য একমাত্র জিন এক্সপার্ট মেশিনটিও নষ্ট। এমনকি ভবনটিও জরাজীর্ণ। বর্ষা শুরু হলেই প্রবেশ পথে এমনকি ক্লিনিকের ভেতরে হাঁটুপানি জমে। যন্ত্রপাতি নষ্ট থাকার কারণে চিকিৎসকসহ স্টাফরা রুটিন মাফিক অফিসে এলেও তাদের তেমন কাজ থাকে না। 

জানা যায়, ১৯৬০ সালে শহরের সাহিত্যিক মীর মোশাররফ হোসেন রোড (কাটাইখানা মোড়) এলাকায় কুষ্টিয়া বক্ষব্যাধি ক্লিনিকের যাত্রা শুরু হয়। বহু আগের তৈরি একতলা ক্লিনিক ভবনটি বসবাসের সম্পূর্ণ অনুপোযোগী এবং কোনো অবস্থাতেই রোগীবান্ধব নয়।

ক্লিনিকে কর্মরত মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার জানান, বর্তমানে এখানকার জিন এক্সপার্ট মেশিনটি নষ্ট থাকায় যক্ষা রোগী শনাক্ত করা যাচ্ছে না। মেশিনটি ২০১৩ মডেলের। ওই বছরই এটি স্থাপন করা হয়। স্থাপন করার পরপরই একের পর এক মেশিনটির মডিউলার নষ্ট হতে থাকে। মাত্র একটি সচল মডিউলার দিয়ে কাজ চলছিল। সেটিও গত ২-৩ মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে।

তিনি জানান, এখানে একটি এনালগ এবং একটি ডিজিটাল এক্স-রে মেশিন রয়েছে। প্রায় এক বছর আগে ডিজিটাল এক্স-রে মেশিনটি স্থাপন করা হয়। কিন্তু স্থাপন করার পর থেকেই এটি নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। এনালগ এক্স-রে মেশিনটি সচল থাকলেও রেডিওগ্রাফার পদে লোক না থাকায় প্রায় ৪ মাস যাবৎ এক্স-রে বন্ধ। নিয়ম মেনে আমরা স্টাফরা ক্লিনিকে যাচ্ছি কিন্তু সেবা প্রত্যাশীদের সেবা দিতে পারছি না।

জানা যায়, ২০১৫ সালে এখানকার মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান ফিরোজ মাদক সংক্রান্ত মামলার কারণে বরখাস্ত হয়ে হন। এরপর থেকে তার জায়গায় আর অন্য কাউকে পদায়ন করা হয়নি।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষা নির্মূলে নানা পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও কুষ্টিয়ায় যক্ষারোগীর সংখ্যা প্রতি বছরই বাড়ছে। তবে কর্তৃপক্ষের দাবি রোগ নির্ণয়ে শতভাগ নির্ভুল পদ্ধতি অবলম্বন এবং জনসচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে জেলায় যক্ষারোগী শনাক্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের গত ছয় বছরের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে, জেলায় প্রতি বছরই যক্ষা রোগীর সংখ্যা বাড়ছে। জেলার ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিগত ছয় বছরের যক্ষা রোগে আক্রান্ত রুগীর সংখ্যা পর্যালোচনা করে দেখা যায়, ২০১৭ সালে জেলায় যক্ষারোগীর সংখ্যা ছিল ৪ হাজার ১৬৪ জন। পরের বছর ২০১৮ সালে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪ হাজার ৫৩৬ জন। ২০১৯ সালে যক্ষারোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৮৬৮ জন। তবে ২০২০ সালে যক্ষারোগীর সংখ্যা কমে দাঁড়ায় ৩ হাজার ৯৯৩ জন।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০২০ সালে যক্ষা আক্রান্ত রোগীর সংখ্যা ২০১৯ সালের চেয়েও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হয়নি।

গত বছর কুষ্টিয়া জেলায় ২০২২ সালে রেকর্ড সংখ্যক ৪৩ হাজার ৬৭৯ জনের যক্ষা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ হাজার ২৬৯ জন যক্ষা রোগী শনাক্ত হয়েছে। তার আগের বছর ২০২১ সালে ৪৬ হাজার ১৬৯ জনের যক্ষা পরীক্ষা করা হয়। শানাক্ত হয় ৪ হাজার ৯৮৪ জন। আর চলতি বছর ২০২৩ সালের প্রথম দুই মাসে ৮ হাজার ৩৭০ জনের পরীক্ষার বিপরীতে যক্ষা রোগী শনাক্ত হয়েছে ৬৯৫ জন।

স্বাস্থ্য বিভাগের প্রদত্ত তথ্য মতে, কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার মধ্যে যক্ষারোগীর সংখ্যা এক সময় সবচেয়ে বেশি ছিল দৌলতপুর উপজেলায়। এরপর কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও কুমারখালী উপজেলায়। আর সবচেয়ে কম যক্ষারোগী রয়েছে খোকসা উপজেলায়। তবে বিগত দুই-তিন বছর ধরে দৌলতপুর উপজেলার চেয়ে কুষ্টিয়া সদর উপজেলায় যক্ষা রোগী শনাক্ত বেশি হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এএইচএম আনোয়ারুল ইসলামের মতে, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। মানুষ এখন একটু কিছু হলেই চিকিৎসকের কাছে ছুটে আসছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষারোগী শনাক্তের জন্য পরীক্ষা-নিরীক্ষার হারও বাড়ানো হয়েছে। বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষারোগী শনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে।

টিএইচ