বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জনবল সংকটে সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষাদপ্তর

সন্দ্বীপ প্রতিনিধি

জনবল সংকটে সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষাদপ্তর

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে চলছে জনবলসংকট। ৭ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ২ জন। এতে কাজ করতে ভোগান্তি পোহাচ্ছে কার্যালয়টি। শূন্য পদগুলো হলো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা-সহকারী শিক্ষা কর্মকর্তা, একাডেমি সুপারভাইজার, অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর। এসব পদে লোকবল না থাকার কারণে দৈনন্দিন কাজ করতে হিমশিম খাচ্ছেন কর্মরত দুজন। 

খোঁজ নিয়ে জানা গেছে, সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী সংকট রয়েছে দীর্ঘদিন যাবত। এতে দাপ্তরিক কর্মকাণ্ডে নেমে এসেছে স্থবিরতা। লোকবলের অভাবে শিক্ষার গুণগত মান উন্নয়নে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও মনিটরিং কাজ ব্যাহত হচ্ছে। 

এ উপজেলায় মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে ৩১টি মাধ্যমিক, দুটি (সরকারি স্কুল) (১টি সরকারি কলেজ)  ২টি জুনিয়র স্কুল, ১২টি মাদ্রাসা ও ৭টি কলেজ রয়েছে। এ উপজেলায়  মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে মোট ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠানে সব মিলিয়ে প্রায় ২৭ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এ দপ্তরটিতে ৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২ জন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদ গত ৩ মাস যাবৎ শূন্য রয়েছে। মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা পদটি সাত বছর থেকে শূন্য। 

 একাডেমিক সুপারভাইজার দুই বছর যাবৎ শূন্য। কম্পিউটার অপারেটর পদটি গত ১০ বছর যাবৎ শূন্য রয়েছে। এমএলএসএস পদটি গত পাঁচ বছর যাবৎ শূন্য রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শুধু অফিস সহকারী ও নৈশপ্রহরী দিয়ে চলছে। 

জানা গেছে, শূন্য পদগুলো পূরণের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কোনো ফল হয়নি। সন্দ্বীপ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জামশেদ উদ্দিন  জানান, বেতন-ভাতাসহ স্কুলের বিভিন্ন কাজে তাদের প্রায়ই শিক্ষা অফিসে যেতে হয়। কিন্তু শিক্ষা অফিসে পর্যাপ্ত লোকবল না থাকায় সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা লাগে। 

একাডেমিক সুপার ভাইজার না থাকায় সব স্কুলে ঠিকমতো পড়াশোনা চলছে কিনা সেটা হয় না  দ্রুত সময়ের মধ্যে শূন্য পদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে আহ্বান জানাই।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা শিক্ষা (অতিরিক্ত শিক্ষা) অফিসার উত্তম খীসা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের একটু ঘাটতি আমাদের রয়েছে, তবে জনবল সংকট থাকলেও আমরা দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছি, উপজেলা শিক্ষা অফিসার পদটি পদোন্নতিজনিত এটা শেষ হলে সন্দ্বীপে মাধ্যমিক শিক্ষা অফিসার দেয়ার কাজ চলছে, আর দ্বীপ উপজেলা হওয়ায় এখানে কোন কর্মকর্তা যেতে চাচ্ছেন না এটিও একটি সমস্যা।

টিএইচ