সবার জন্য প্রয়োজন ৪৫ দিনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন, অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলা টাস্কফোর্স কমিটির সভায় খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ উপজেলা হওয়ার গৌরব অর্জন করেছে মাটিরাঙ্গা উপজেলা।
গত রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হওয়ায় মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব নাজমুল আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, ইউএনওরাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলা পর্যায়ে মাটিরাঙ্গা উপজেলার সদর ইউপি প্রথম স্থান অর্জন করে। মাটিরাঙ্গা সদর ইউপি সচিব, গ্রাম পুলিশ, উদ্যোক্তা, চেয়ারম্যান, হেমেন্দ্র এিপুরার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী জানান, সরকারের উদ্যোগকে সফল করতে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের দিক নির্দেশনায় ইউপির চেয়ারম্যান ও ইউপি সচিব, উদ্যোক্তা, জনপ্রতিনিধিদের সমন্বিত চেষ্টায় এ সফলতা এসেছে। আগামীতেও মাটিরাঙ্গা উপজেলা অগ্রগামী ভূমিকায় থাকবে বলেও আশা করেন তিনি।
টিএইচ