সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জমে উঠেছে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

জমে উঠেছে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন তারাকান্দা উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। ভোটারদের আলাপ আলোচনা হিসেব নিকেশ খোশগল্পে নির্বাচনমূখর হয়ে উঠেছে পুরো উপজেলা। 

নির্বাচনে চেয়ারম্যন পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির একান্ত সচিব হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও গালাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এবং তারাকান্দা বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়নসহ ১ ডজন প্রার্থী। 

এছাড়া চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ফুলপুর-তারাকান্দা (অভিবক্ত) উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার। তিনি বলেন, তফসিল ঘোষণার পরপর তার বাসায় ও অফিসে বিপুল সংখ্যক উৎসুক কর্মী-সমর্থকের উপস্থিতি বাড়ছে। তারা চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য দাবি করছে। মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হবেন। 

সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমান বলেন, প্রায় এক বছর বেশি ধরে প্রার্থী ঘোষণা করে প্রাচারণা করে যাচ্ছি এবং একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে মন্ত্রীর মাধ্যমে উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছি এবং নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রেখে পরিচালনা করেছি। 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গালাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জিয়উল হক জিয়া বলেন, তাকে দলীয় মনোনয়ন দিলে চেয়ারম্যান পদটি বিপুল ভোটে নির্বাচিত হয়ে দলীয় ঘরে ফিরে আসবে।

টিএইচ