সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জরায়ু ক্যান্সার প্রতিরোধে ঝালকাঠিতে এইচপিভি টিকা দেয়া হবে

ঝালকাঠি প্রতিনিধি

জরায়ু ক্যান্সার প্রতিরোধে ঝালকাঠিতে এইচপিভি টিকা দেয়া হবে

স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৩২ হাজার ৪৫২ জনকে এইচপিভি টিকা দেয়া হবে। 

জেলায় ৯৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি ও সমমানের ৩১৩৬১ শিক্ষার্থীকে এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী ১০৯১ কিশোরীকে এ টিকা দেয়া হবে। গতকল বুধবার ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, ইউনিসেফ নিয়োজিত ডা. আহসান, ডা. সানিয়াত চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী টিকা দেয়া হবে। 

টিকা গ্রহণকারীদের জন্মসনদের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এটি অত্যন্ত উন্নতমানের তাই দামও বেশি। বাজারের ফার্মেসিতেও এটি সহজলভ্য না। এ টিকা গ্রহণে তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। 

টিএইচ