বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জলঢাকায় গণ অধিকার পরিষদের কমিটি গঠন 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকায় গণ অধিকার পরিষদের কমিটি গঠন 

বাংলাদেশ গণ অধিকার পরিষদ নীলফামারীর জলঢাকা উপজেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে। ২৭ সদস্যের এ কমিটিতে তাইজুল ইসলাম সভাপতি ও আ. মতিন স্বাধীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। 

গত শনিবার রাতে নীলফামারী জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ স্বাক্ষরিত একটি চিঠিতে ওই কমিটি অনুমোদন হয়। সার্বিক কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষে আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। 

টিএইচ