বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘জাতির কাছে এখনও ক্ষমা চায়নি আওয়ামী লীগ’

লক্ষ্মীপুর প্রতিনিধি 

‘জাতির কাছে এখনও ক্ষমা চায়নি আওয়ামী লীগ’

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতির কাছে এখনও ক্ষমা চায়নি আ.লীগ। তারা ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। 

রোববার (২৪ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের আউটার মাঠে মাসব্যাপী দেশি শিল্প ও পণ্যমেলা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাফুফের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর নিমন্ত্রণে আয়োজিত দেশি শিল্প ও পণ্যমেলায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. মহসিন কবির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

টিএইচ