বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মাওলানা আমিনুল মিয়াজি

পাবনা প্রতিনিধি

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মাওলানা আমিনুল মিয়াজি

জাতীয় পর্যায়ে শেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন পাবনার ভাঙ্গুড়ার হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক মিয়াজি। তিনি উপজেলার কৈডাঙ্গা গ্রামের আফজাল হোসেন মিয়াজির ছেলে ও ভাঙ্গুড়া মডেল মসজিদের ইমাম ও খতিব। 

গত সোমবার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে তাকেসহ তিনজনকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামের পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরিদুল ইসলাম খান। 

এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুহা. আব্দুল হামিদ জমাদ্দার ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. বশিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মাওলানা আমিনুল ইসলামন মিয়াজি পাবনা জেলা ও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। 

হাফেজ মাওলানা আমিনুল হক মিয়াজি তার এ কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবার কাছে দোয়া কামনা করেছেন।  

টিএইচ