বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জামালপুরে আনসার সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুরে আনসার সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

জামালপুর সদর উপজোলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার মজনু মিয়া ওরফে মমের পুত্র  আনসার সদস্য উজ্জল মাহমুদের বিরুদ্ধে তার স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বুধবার (১৯ এপ্রিল) ভোরে ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতে তিনজনকে আটক করে জামালপুর থানা পুলিশ। 

নিহত পরিবার সূত্র জানায়, গত দুই মাস আগে মাদারগঞ্জ এলাকার জোর খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের কলেজ পড়ুয়া কন্যা তাহমিনা জান্নাতকে সাত লাখ ষাট হাজার টাকার কাবিনে আনসার সদস্য উজ্জল মাহমুদ বিয়ে করে। 

তাহমিনার গর্ভে সন্তানও রয়েছে। ঘটনার দিন তাহমিনার গর্ভের সন্তান নষ্ট করার জন্য স্বামীসহ তার পরিবারের লোকজন চেষ্টা চালায়। এতে তাহমিনা অস্বীকার করলে তাকে প্রথমে হাতপা বেঁধে নির্যাতন করে পরিবারের লোকজন। পরে তাহমিনার অবস্থার গুরুত্বর দেখে স্বামী পরিবারের লোকজন ভোরেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

পরে কর্তব্যরত ডা. তাহমিনা জান্নাতকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল গেট থেকেই নিহতের শাশুরীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

এ ব্যাপারে জামালপুর সদর থানার পুলিশের এসআই আলমগীর মুনছুর  বলেন, লাশের সুরতহাল শেষে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

টিএইচ