শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

জামালপুরে ইয়ুথ গ্রুপের ষান্মাসিক সভা 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ইয়ুথ গ্রুপের ষান্মাসিক সভা 

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে ইয়ুথ গ্রুপের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার (১৩ জুন) সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬০ জন ইয়ুথ সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত হয়।

ইয়ুথদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি এবং বড় আকারের ইভেন্ট বাস্তবায়নে সক্ষমতা তৈরি। বিভিন্ন উপস্থাপনের মাধ্যমে নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে সিএসই পাঠদান ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার অনুকূল পরিবেশ তৈরিতে অ্যাডভোকেসি করা উদ্দেশ্যকে সামনে রেখে সভা পরিচালিত হয়।

ইয়ুথদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন,  ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মো. জিল্লুর রহমান ও জামালপুর ব্র্যাক সমন্বয়কারী মুনীর হুসাইন খান। 

স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার।

ইয়ুথরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে যৌন ও প্রজননস্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে সিএসই পাঠদান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এটি বাস্তবায়িত্ব হলে জামালপুর জেলা এসআরএইচআর ক্ষেত্রে  ব্যতিক্রমে জেলা হিসেবে চিহ্নিত হবে বলে সকলেই আশাবাদী

টিএইচ