রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
The Daily Post

জামালপুরে বিদ্যালয়ের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

জামালপুর প্রতিনিধি  

জামালপুরে বিদ্যালয়ের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

জামালপুরে শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের  করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্প ও পৌরসভার ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়।

ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিছুজ্জামান বলেন,ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্প ইয়ুথ সদস্য আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের অর্থে এই ভেন্ডিং মেশিন ক্রয় করা হয়।
 
বিদ্যালয়ের ছাত্রীরা মাসিক কারণে বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়িতে যেতে হতো, এতে লেখাপড়ার অনেক ক্ষতি হতো, এখন আর এ সমস্যায় পড়তে হবে না। তিনি আরও বলেন, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই খুশি। এতে করে আমার বিদ্যালয়ের লেখাপড়ার বিঘ্ন ঘটবে না। 

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ইশিতা বলেন, আমরা এই ভেন্ডিং মেশিন পেয়ে খুবই আনন্দিত। আমাদের লেখাপড়ার যে বিঘ্ন ঘটতো আজ থেকে তা সমাধান হয়ে গেল। ব্র্যাক ও প্রধান শিক্ষক প্রতি সকল শিক্ষার্থীরা কৃতজ্ঞ।

টিএইচ