বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
শান্তি শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা 

জামায়াত নেতাদের ধন্যবাদ জানালেন চাঁদপুর পুলিশ সুপার 

চাঁদপুর প্রতিনিধি

জামায়াত নেতাদের ধন্যবাদ জানালেন চাঁদপুর পুলিশ সুপার 

পুলিশের কর্মবিরতি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সংখ্যালঘুদের স্থাপনা পাহারা দেয়ায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, পুলিশের কর্মবিরতির সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে চরম অবনতি না হয়, আপনারা রাস্তায় থেকে এবং এলাকায় এলাকায় পাহারা দিয়ে পুলিশের কাজটি করে দিয়েছেন। সেজন্য জেলা পুলিশের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে আপনারা সংখ্যালঘুদের স্থাপনা ও বাড়িঘর পাহারা দিয়েছেন। এগুলো আমাদেরই কাজ ছিল কিন্তু সে কাজগুলো আপনারা করেছেন।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে চাঁদপুর জেলা পুলিশের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা ও শহর শাখার নেতারা। গত বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় কথাগুলো বলেন পুলিশ সুপার।

সভায় জামায়াতে ইসলামীর নেতারা চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য দলের পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

চাঁদপুর জেলা জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আবদুর রহিম, নায়েবে আমির বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জয়েন্ট সেক্রেটারি শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির শাহজাহান খান, সেক্রেটারি বেলায়েত হোসেন প্রমুখ।

পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) রাশেদুল হক চৌধুরী, পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক (ডিআইও-১) মনিরুল ইসলাম প্রমুখ।

টিএইচ