ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে আসা মো. কাওসার মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় অন্য দুটি কেন্দ্রে চার পোলিং এজেন্টের জরিমানা ও জেল প্রদান হয়েছে।
বুধবার (০৫ জুন) উপজেলার হরসপুর ইউনিয়নের আউলিয়া নগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে জাল ভোট দিতে আসা যুবককে আটক করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুদ্দীন।
এসময় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুকট প্রতীকের পোলিং এজেন্ট মামুন ও প্রজাপতি প্রতীকের এজেন্ট সহিদ মিয়াকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।
এছাড়াও ছতরপুর উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হারুন মিয়া ও শাহানা বেগমকে হাতেনাতে আটক করা হয়। পরে দুজনকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান বিজয়নগর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।
টিএইচ