সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জীবননগরে এক দফা দাবি আদায়ে নার্সদের মানববন্ধন  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জীবননগরে এক দফা দাবি আদায়ে নার্সদের মানববন্ধন  

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসরণপূর্বক ওই পদগুলোতে উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের এক দফা দাবিতে মানববন্ধন করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। 

জানা যায়, বুধবার (১৮ সেপ্টেম্বর)জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন। আন্দোলনকারী নার্সরা জানান, আগে এ দাবি মানার আশ্বাস দেয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্সকে প্রশাসনিক কর্মকর্তা রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে। যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।  
  
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের শিখা রানী, কাজল রেখা  এবং নাসিমা খাতুন। 

টিএইচ