সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জীবননগরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

চুয়াডাঙ্গার জীবননগর থেকে পান্না ভাংগি নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীর থেকে নাক ও একটি কান বিচ্ছন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

সোমবার (১৫ মে) জীবননগর সীমান্ত ইউনিয়ানের হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগান থেকে এ লাশ উদ্ধার করে। পান্না ভাংগি (৩০) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ভাংগিপাড়ার  আতিয়ার ভাংগির ছেলে ও চোরাকারবারি।

জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, সোমবার (১৫ মে) স্থানীয়রা হরিহরনগর গ্রামের একটি সেগুন বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

তিনি আরও জানান, গত রোববার রাতের কোন এক সময় মৃত্যু হতে পারে। মৃত্যুর বিষয়টি জানা যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর। এখনও কোন মামলা হয়নি।

টিএইচ