সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জীবননগরে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগরে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান 

চুয়াডাঙ্গা-জীবননগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১০ জুন) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে শাখারিয়া সীমান্ত ইউনিয়ন প্রবীন কেন্দ্রে এ পুরস্কার বিতরণ ও সম্মননা প্রদান করা হয়।

সীমান্ত ইউপি চেয়ারম্যান মো. ইসাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  পুরস্কার ও সম্মাননা তুলে দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জীবননগর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মালেক মোল্লা প্রমুখ।

টিএইচ