জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতা অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে। কোন ভাবেই সেই চেতনাকে হারিয়ে যেতে দেয়া যাবে না।
হাজার-হাজার ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে ধারণ করে জীবন দিয়েছে, হাত-পা-চোখ হারিয়েছে আমরা তাদের ত্যাগ কে ব্যর্থ হতে দিবো না। বাংলাদেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে মোকাবেলা করতে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও শহর জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কক্সবাজার জেলা জামায়াতে আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারের সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাড. জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমির আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মু. শাকিলসহ অন্যান্য জেলা ও শহর নেতারা উপস্থিত ছিলেন।
টিএইচ