বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

জুড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

মৌলভীবাজারের জুড়ীতে বাজার ছেড়ে রাস্তার দুপাশে ব্যবসা করছে সরকার রাজস্ব হারাচ্ছে এমন সংবাদ প্রকাশের পর প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছে।

গত ২৪ সেপ্টেম্বর জুড়ী উপজেলা প্রশাসন মাইকিং করে কামিনীগঞ্জ বাজারের নিদিষ্ট স্থানে গিয়ে ব্যবসা করার জন্য জানারেও প্রশাসনের কথার কোন তোয়াক্কা করেন নি। ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২ দিন যৌথবাহিনী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। 

জুড়ী নাইট চৌমুনী আসুক চত্ত্বর, পোস্ট অফিস, বিজিবি ক্যাম্প, ভবানীগঞ্জ বাজারে অবৈধভাবে দখল করা ফুটপাত ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। 

এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জুড়ী উপজেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট ও জুড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। 

সাইদুল ইসলাম শিমুল বলেন, অভিযানের কারণে বেশ কিছু ব্যবসায়ী কামিনীগঞ্জ লামাবাজারে ব্যবসা করতে শুরু করেছে।

জুড়ী ইউএনও বাবলু সূত্রধর বলেন, ব্যবসায়ীদের কামিনীগঞ্জ লামা বাজারে নেয়ার জন্য প্রশাসন ও যৌথবাহিনীর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের পর যারা অবৈধভাবে ফুটপাতে ব্যবসা করবে, তাদের জেল জরিমানা ও আইনের আওতায় আনা হবে।

টিএইচ