রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য লংগদুর ভাইস চেয়ারম্যান 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য লংগদুর ভাইস চেয়ারম্যান 

রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসাবে মনোনীত হয়েছেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আ.লীগের সহ-সভাপতি মীর সিরাজুল ইসলাম চৌধুরী (ঝান্টু)। তিনি একাধারে একজন শিক্ষক, হেডম্যান ও উদ্যোক্তা।

রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে- আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে তার হাতে পুলিশের মহাপরিদর্শক কর্তৃক প্রেরিত সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও জেলা প্রশাসক মোশাররফ হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটি পৌরমেয়র মো. আকবর হোসেন চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কমিউনিটি পুলিশের সদস্যরা।

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম বলেন, আজকের এই সম্মাননার স্বীকৃতি পুলিশ বিভাগের ভালবাসার প্রাপ্তি।

পুলিশ বিভাগের এ সম্মাননা লংগদুবাসীর প্রতি উৎসর্গপূর্বক আইজিপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী, লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিনসহ সকল পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

টিএইচ