বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

জেলা তথ্য অফিসের উদ্যোগে ইমামদের সঙ্গে মতবিনিময় 

দিনাজপুর প্রতিনিধি

জেলা তথ্য অফিসের উদ্যোগে ইমামদের সঙ্গে মতবিনিময় 

জেলা তথ্য অফিস দিনাজপুরের আয়োজনে এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিস দিনাজপুরের সহকারী পরিচালক মো. আলমগীর কবিরের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. আলমগীর হায়দার, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হাকিম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী রোস্তম আলী সরকার। 

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত রাখতে ধর্মীয় নেতাদের যথেষ্ট অবদান রয়েছে। একটি উন্নত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু একদিন যে স্বপ্ন দেখেছিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। 

টিএইচ