সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জেলা প্রশাসক একেএম গালিব খানের পূজামণ্ডপ পরিদর্শন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

জেলা প্রশাসক একেএম গালিব খানের পূজামণ্ডপ পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক একে এম গালিব খান।

দক্ষিণ সগুনা পূজামণ্ডপের সভাপতি গিরিশ নাথ সরকারের সভাপতিত্বে শনিবার (২১ অক্টোবর) উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ সগুনা পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা এসপি ছাইদুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উড়াও, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা পূজা মণ্ডপের সভাপতি শ্রী সুধেন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আশিষ কুমার চক্রবর্তী।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ড মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিএইচ