সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস

জেলা প্রশাসন ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কক্সবাজার প্রতিনিধি

জেলা প্রশাসন ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কক্সবাজারে আগত পর্যটকদের চলাচলের সুবিধার্থে দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস সার্ভিস চালুকরণে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালক (অর্থ, হিসাব ও অপারেশন) ড. অনুপম সাহা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন, পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ট্যুরিস্ট বাসগুলো পর্যটক এবং স্থানীয়সহ সর্বস্তরের মানুষের পরিবহন সেবায় নিয়োজিত থাকবে জানানো হয়। কক্সবাজারের পর্যটন উন্নয়ন সহায়ক বাসগুলো প্রদান করায় বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

টিএইচ