রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে ইয়ুথদের সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ইয়ুথদের সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ

জয়পুরহাটে অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে ইয়ুথ সদস্যদের ২ দিনব্যাপী সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন পেতে যুবগোষ্ঠীকে সক্ষম করে গড়ে তুলতে সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, প্রকল্পের প্রধান কার্যালয়ের জিসান মাহমুদ, এস আর এইচ আর স্পেশালিস্ট ও  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক  এ কে এম রওশন আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমান প্রমুখ।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সংগঠনগুলোকে স্থায়ী সংগঠন হিসাবে গড়ে তুলতে উৎসাহ পাবে। ইয়ুথরা চেঞ্জমেকার/সমাজ পরিবর্তনকারী হিসেবে গড়ে উঠবে। সংগঠন নিবন্ধনের জন্য কি কি কাগজ তৈরি করতে হবে, কোথায় জমা দিতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কিভাবে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা যাবে তার জন্য করণীয় কি হবে এবং সংগঠনটি নিবন্ধন করা হলে তার ভবিষৎ কি হবে, পরিচালনা কিভাবে করতে হয় এই সম্পর্কে ইয়ুথরা ধারনা লাভ করবে।

সাংগঠনিক উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ইয়্যুথদের দক্ষতা বূদ্ধি,যুব উন্নয়ন ও ইয়ুথদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে এবং প্রাপ্ত স্বীকূতি সামাজিক কল্যানে কাজ করার ক্ষেত্রে ইয়ুথদের উৎসাহ বৃদ্ধি পাবে। জেলা পর্যায়ের এই প্রশিক্ষণে ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের ০৬ টি ইয়ুথ গ্রুপ থেকে ২৪ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

টিএইচ