শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের আট সদস্য আটক 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের আট সদস্য আটক 

জয়পুরহাট জেলা সদরের স্টেডিয়াম এলাকা থেকে কিশোর গ্যাং জানু গ্রুপের  নেতা সোহানসহ ০৮ সদস্যকে আটক করেছে র্যাব।

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। 

এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে জেলার স্টেডিয়াম এলাকা থেকে গত শুক্রবার জানু গ্রুপ নামক কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার সোহানসহ কিশোর গ্যাং সদস্য সাকিব, মুমিন, জয়ন্ত, তামিম, মহন্ত, জয় ও পিয়াসকে আটক করে।

শনিবার (২৩ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেপ্তারদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ