বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

জয়পুরহাটে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের লিডারসহ তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া বান্দা বটতলা এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। 

মঙ্গলবার (১৮ জুলাই) সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।

আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হালট্রি মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে গোলাম মর্তুজা (২৯), একই গ্রামের আতাউর রহমান ছেলে আব্দুস সালাম ফয়সাল (১৬)  মোতাহার আলীর ছেলে  মোরসালিন হোসেন (১৬)।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, আটক কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের প্রধান এবং মোরসালিন ও ফয়সাল গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। তারা  জয়পুরহাট  শহরের  বিভিন্ন এলাকায় পথচারীদের আকস্মিকভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ সবকিছু ছিনিয়ে নিতো।

তিনি আরও জানান, গত সোমবার বিশ্বাস পাড়া বান্দা বটতলা এলাকায় একজন নারী পথচারীকে  একা পেয়ে তার গলায় চাকু রেখে ভয়ভীতি দেখিয়ে গহনা নেয়ার চেষ্টা করছিলেন। এমন খবর তাদের কাছে পরে সেখানে অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহার করা ছুরিসহ তাদের আটক করা হয়। 

পরে রাতে তাদের জয়পুরহাট থানা পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (১৮ জুলাই) তাদের আদালতের নির্দেশে জয়পুরহাট কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান সদর থানার ওসি  হুমায়ন কবির।

টিএইচ