সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

জয়পুরহাট র্যাব ক্যাম্পের অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি মোছা. কুলসুমকে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষ্মীপোল বুজরুক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কুলসুম লক্ষ্মীপোল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। 

শুক্রবার (৩০ আগস্ট) জয়পুরহাট র্যাব ক্যাম্প কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল লক্ষ্মীপোল বুজরুক এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাটির নিচে অভিনব কায়দায় মজুদ করে রাখার সময় কুলসুমকে গ্রেপ্তার করে। 

এ সময় তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে কুলসুমের কাছে থাকা অবৈধ মাদকদ্রব্য ২৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্ত্রী কুলসুমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

টিএইচ