সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে ট্যাপান্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি  

জয়পুরহাটে ট্যাপান্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাটের রূপনগর এলাকা থেকে ট্যাপান্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের চৌকস আভিযানিক দল গত শুক্রবার রাতে ২১ পিচ ট্যাপান্টাডলসহ সদর থানাধীন আদর্শপাড়া এলাকার মো. উজ্জল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মো. মাবুদ হোসেনকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় গ্রেপ্তার করেয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গ্রেপ্তার মাবুদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। 

মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ