সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে ফেন্সিডিলসহ কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ফেন্সিডিলসহ কারবারি আটক

জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব-৫। গত বৃহস্পতিবার রাতে ধলাহার সীমান্ত এলাকা থেকে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি, জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের বিরিঞ্চি গ্রামের আইয়ুব আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫)।

র্যাব জানায়, জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সীমান্ত এলাকায় অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো. আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। 

আসামি ধলাহার সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। সে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আনতে যাচ্ছেন বলে আমরা খবর পেয়েছি। আর রাতে ওই মাদক ঢাকায় বাসে করে অন্য পাটিতে পৌঁছে দেয়া হবে। 

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে একটি চৌকশ অপারেশন দল ধলাহার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতর  বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টিএইচ