সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে যাত্রীবাহি বাস উল্টে আহত ২৯

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে যাত্রীবাহি বাস উল্টে আহত ২৯

জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় রাস্তার ওপরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে আহত হয়েছেন ২৯ জন যাত্রী। 

শুক্রবার (২৮ এপ্রিল) ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহি বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। 

পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উল্টে গেলে ২৯ যাত্রী আহত হন। 

স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

টিএইচ