বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাট  প্রতিনিধি 

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে যৌথ অভিযান চালিয়ে ঢাকার শনিরআখড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে জয়পুরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার লুৎফর সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের কাইমুদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২২ মে সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের  ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে লুৎফর রহমান। 

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ২৩ মে সদর থানায় একটি মামলা করেন। এরপর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চলতি বছর ১০ জুলাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

টিএইচ