বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে রোভার ডে ক্যাম্প অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে রোভার ডে ক্যাম্প অনুষ্ঠিত

‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গরবে রোভার’ এই স্লোগানকে নিয়ে জয়পুরহাটে সুবর্ণ জয়ন্তী রোভার ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ স্কাউট জেলা রোভারের আয়োজনে ডে ক্যাম্প উদ্বোধন শেষে র্যালি অনুষ্ঠিত হয়। 

ক্যাম্পের উদ্বোধন করেন জেলা রোভারের কমিশনার অধ্যাপক আ. মজিদ। বিকেলে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার আ.মজিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জয়পুরহাট সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মিজানুর রহমান, জেলা রোভারের সম্পাদক মাহবুব মোর্শেদ আলম লেবু, সহকারি কমিশনার আব্দুল আলীম, আমিনুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ আজিজার রহমান আজিজ প্রমুখ। 

ক্যাম্পে রোভার স্কাউটের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা, ঢাকায় সুবর্ণ জয়ন্তী জাতীয় রোভার মুটে অংশ গ্রহণসহ রোভার স্কাউটের নানাবিধ কর্মকান্ড তুলে ধরা হয় এবং শেষে সনদ বিতরণ করা করা হয়।

টিএইচ