শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালের রসুলপুর গ্রামের গর্ভবতী স্ত্রী লাইলি বেগমকে হত্যা দায়ে স্বামী জুয়েলকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। 

মামলার বিবরণে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩ জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলি বেগমকে যৌতুকের দাবিতে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই লাইলি নিহত হন। ঘটনাটি ধামাচাপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করতে থাকে। এতে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। 

বিষয়টি বুঝতে পেরে জুয়েল কৌশলে পালিয়ে যায়। পরদিন নিহতের বড় বোন রাবেয়া খাতুন ২০০৭ সালে ২৪ জুলাই ক্ষেতলাল থানায় এ হত্যামামলা করেন। মামলার অপর দুই আসামি লিলি বেগম ও আবদুল জলিলকে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা না পওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।

টিএইচ