বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে হেরোইন ও ইয়াবাসহ আটক ২ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে হেরোইন ও ইয়াবাসহ আটক ২ 

জয়পুরহাটের কালাইয়ে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

বুধবার (২৬ এপ্রিল) জয়পুরহাটের কালাই থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  মাত্রাই বানদিঘী এলাকায় (পঞ্চাশ) গ্রাম  হেরোইন এবং ১০০  ইয়াবা উদ্ধারসহ তাদের আটক করা হয়|

আটকরা হলেন- বানদিঘী মণ্ডলবাড়ী, গ্রামের মৃত ছফির উদ্দীনের ছেলে, মাহবুবুর রহমান মাহবুব(৪৪), ভাটাহার গ্রামের আবেদ আলীর ছেলে ইসলাম ওরফে কারেন্ট (৪২)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি শাহেদ আল মামুন বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

উল্লেখ্য যে, আটক আসামি মাহাবুবুর রহমানের বিরুদ্ধে পূর্বের ৩টি অস্ত্র মামলা ও ১২টি মাদক মামলাসহ মোট ১৫টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে এবং অপর আসামি শহিদুল ইসলাম ওরফে কারেন্টের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরিসহ পূর্বের মোট ১৫ টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

টিএইচ