সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জয়পুরহাট সাইক্লিং প্রতিযোগিতায় সমাপনী সনদ বিতরণ  

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাট সাইক্লিং প্রতিযোগিতায় সমাপনী সনদ বিতরণ  

জয়পুরহাটে তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব -১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির সাইক্লিং বালক-বালিকা সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাতীয় সাইক্লিং প্রশিক্ষক সাহিদুর রহমান, জেলা সাইক্লিং কোচ আমানুল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার  মানুষ। 

জেলায় ১০ দিনব্যাপী ১৬ অনূর্ধ্ব বছর বয়সী ১০০ জন বালক বালিকার মধ্যে ১৬ জন সাইক্লিং প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন অতিথিরা।  

টিএইচ