সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে এমপি হারুনসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে এমপি হারুনসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ঝালকাঠিতে এমপি বজলুল হক হারুনসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠির দুটি আসনে মনোনয়ন বাছাই শেষে প্রার্থীতা যাচাই-বাছাই বোর্ড প্রধান রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানিয়েছেন।

বাতিলকৃত অন্য প্রার্থীরা হলেন- ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান, মোহাম্মাদ ইসমাইল, ব্যরিস্টার ফখরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক। ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিন।

দলীয় মনোনয়ন প্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী এক শতাংশ ভোটারদের তালিকায় দেয়া তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও  জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম।

টিএইচ