সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

‘পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ হবে ডেঙ্গুর বিস্তার’ এই স্লোগানে ডেঙ্গু  প্রতিরোধে ঝালকাঠিতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে লিফলেট বিতরণ ও সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

রোববার (২০ আগস্ট) সামাজিক সংগঠন ধ্রুবতারা‘র ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখার আয়োজনে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক ছাত্র ছাত্রীদের নিয়ে এ লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ধ্রুবতারা ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুর রহমান পলাশ, ধ্রুবতারার উপদেষ্টা মো. ছবির হোসেন, উপদেষ্টা মো. হাসান মাহমুদসহ  স্কুলের শিক্ষক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালয় ছিলেন মো. শফিকুল ইসলাম রুবেল।

এ সময় বক্তারা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ডেঙ্গু আশঙ্কাজনক রূপ ধারণ করছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এখনই যথাযথ উদ্যোগ গ্রহণ না করা হলে ডেঙ্গু মহামারি সমস্যায় রূপ নিতে পারে। 

তবে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করে অল্প দিনেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এ জন্য স্কুল-কলেজ থেকে শুরু করে আমাদের আশপাশের সাধারণ মানুষ সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এবং শিক্ষার্থীদের  লেখাপড়ার পাশাপাশি  বড় হয়ে সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

টিএইচ