সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্যাবের সুলভ মূল্যের বাজার চালু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্যাবের সুলভ মূল্যের বাজার চালু

জনগণকে ন্যায্যমূল্যে পণ্য দিতে ও  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) ঝালকাঠির বারোচালা বাজারে দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। 

এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপস্থিত ছিলেন। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও নিত্য অপ্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এ বাজার চালু করা হয়। এখানে আলু ৬২ টাকা, পেঁয়াজ কেজি ১০৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটার ১৭২টাকা ও চিনি ১২৫ টাকায় দোকানিরা বিক্রি করছেন। 

এতে ক্যাব ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মো. ইলিয়াস সিকদার ফরহাদ, সহ সভাপতি মু.আল আমীন বাকলাইসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, সরকারের পক্ষে থেকে জেলা প্রশাসন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য কাজ করছে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে ক্যাব খুচরা বাজারে সুলভ মূল্যের ডাল, চিনি, আলু, পেঁয়াজ, তেল বিক্রয় শুরু করেছে। 

জনগণকে যে কম মূল্যে দেয়া সেটা একটি উদাহরণ হিসাবে বাজার সিন্ডিকেটদের কাছে একটি ম্যাসেজ পৌঁছে দিতে চাই। আমরা আশা করি এর মধ্য দিয়ে তারাও উৎসাহিত হবে জনগণকে ন্যায্যমূল্যে পণ্য দিতে।

টিএইচ